চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনার দাবি ঢাকার দক্ষিণের মেয়রের

|

চিকুনগুনিয়া রোগ ঢাকার দক্ষিণে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন মেয়র সাঈদ খোকন। দুপুরে বিএসএমএমইউতে চিকুনগুনিয়া নিয়ে এক সেমিনারে তিনি একথা বলেন।

অভিজ্ঞতার অভাবে চিকুনগুণিয়া নিয়ন্ত্রণে এবার নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলেও জানান মেয়র। চিকুনগুণিয়াকে মহামারি আকারে প্রচার করে অনেক মিডিয়া বাড়াবাড়ি করেছে বলেও অভিযোগ করেন সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণে যে বাড়িতে এখনো চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তি আছে, তারা যদি সিটি করপোরেশনের হেলপ লাইনে যোগাযোগ করে তাহলে সেখানে ডাক্তার ও ফিজিও থেরাপিস্ট চলে যাবে এমন কথাও জানান মেয়র। অনুষ্ঠানে চিকুনগুনিয়া রোগের বিস্তার, প্রতিকার ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র বিশেষজ্ঞ চিকিৎসকরা।

/আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply