রেললাইনে আগুন ধরিয়ে অবস্থান নিয়েছে রাবি শিক্ষার্থীরা

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে রেললাইনে আগুন ধরিয়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে, সাত দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ঢাকা-রাজশাহী মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো-

ক. অনতিবিলম্বে প্রক্টর অপসারণ।
খ. সকল সাধারণ শিক্ষার্থীকে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইডি কার্ড ব্যাতীত প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
গ. হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।
ঘ. দ্রুত শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ।
ঙ. আহতদের সকল চিকিৎসার ব্যায়ভার নিয়ে হবে।
চ. সাধারণ শিক্ষার্থীদের ওপরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার।
ছ. বিনোদপুর এলাকায় শতভাগ নিরাপত্তার নিশ্চিতকরণ।

প্রসঙ্গত, বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশের ছোড়া গুলি ও টিয়ারশেলের প্রতিবাদ জানায় তারা।

সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। একজন শিক্ষার্থী ভর্তি আছেন রাজশাহী মেডিকেলের আইসিইউতে।

উল্লেখ্য, বাসের সিটে বসাকে কেন্দ্র করে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। প্রায় ৬ ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর অবশেষে শান্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। রাত সোয়া ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply