বিপাকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক, বন্ধ সব আর্থিক লেনদেন

|

ভয়াবহ বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক। শুক্রবার (১০ মার্চ) বন্ধ করে দেয়া হয়েছে আর্থিক এ প্রতিষ্ঠানটির কার্যক্রম। ব্যাংকের যাবতীয় আমানতের নিয়ন্ত্রণও এখন ইউএস ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) কাছে। খবর সিএনএন এর।

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে ২০০৮ সালের পর এটিই সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। সোমবার থেকে আবার খুলবে সিলিকন ভ্যালি ব্যাংকের সব শাখা। গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করবে এফডিআইসি।

দেশটির বৃহত্তম বেসরকারি ঋণদাতাদের মধ্যে অন্যতম সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। মূলত প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তাদের ঋণ দিয়ে থাকে এই ব্যাংক। সম্প্রতি শেয়ার বাজারে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে ব্যাংকটি। এতে টান পড়ে মূলধনে। শেয়ারে পতনের পর গ্রাহকদের মধ্যেও আমানত তুলে নেয়ার হিড়িক দেখা দেয়। সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে সিলিকন ভ্যালি ব্যাংক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply