ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে যুক্তরাষ্ট্র-ইউরোপ

|

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। একাধিক শহরে সতর্কতার আওতায় ২৬ মিলিয়ন মানুষ। কার্ন নদীর পানি বেড়ে চলায় সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে স্থানীয়দের। খবর রয়টার্সের।

শুক্রবার (১০ মার্চ) তীব্র রূপ নেয় প্রশান্ত মহাসাগরীয় ঝড়টি। এর প্রভাবেই ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি ও বন্যা। ইউরোপে আতঙ্ক ছড়াচ্ছে ঝড় লারিসা। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানছে তীব্র ঢেউ। চলছে তুষারঝড়। ১৩ ইঞ্চি পর্যন্ত পুরু বরফ জমেছে রাস্তাঘাট-বাড়িঘরে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, বরফ গলার পাশাপাশি অব্যাহত রয়েছে ভারি বৃষ্টি। সবচেয়ে ঝুঁকিতে লেক ইসাবেলা, কের্নভিলসহ একাধিক শহর।

এটিএম/





সম্পর্কিত আরও পড়ুন







Leave a reply