কার তল্লাশি কে করে?

|

সড়ক পথে নিয়ম-কানুন পরিপালনের দায়িত্ব নিজেদের হাতে তুলেন নিলেন শিক্ষার্থীরা। রাজধানীর বিমানবন্দর সড়কে কয়েকটি দলে ভাগ হয়ে যানবাহনের কাগজ-পত্র পরীক্ষা করে তারা। শুধু বিমানবন্দর সড়ক নয়, শাহবাগ-বাংলামটর, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ি এলাকায়ও একই কাজ করেছেন তারা।
বিমানবন্দর সড়কে বক্সের সামনে দাঁড়িয়ে এ দৃশ্য দেখেছেন ৬/৭ পুলিশ সদস্য। আটকে থাকা প্রায় প্রতিটি গাড়ির চালকের লাইসেন্স দেখেন তারা। বাহনের ফিটনেস সার্টিফিকেট আছে কীনা, সেটিও পরখ করেন। যাদের বৈধ লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছিল না, বিপদে পড়েছেন তারা। তাদেরকে তুলে দেয়া হয় পুলিশের হাতে। পুলিশকে অনুরোধ জানানো হয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার। পুলিশও চালকদের নিয়মানুযায়ী জরিমানা করে।

এক পর্যায়ে কয়েকজন সাধারণ মানুষও তল্লাশির কাজে যোগ দেয় শিক্ষার্থীদের সঙ্গে। এ কাজে অংশ নেয়া ব্যবসায়ী আহাদুল ইসলাম (৪২) বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে। যে কাজ আইনশৃঙ্খলাবাহিনীর করার কথা, সে কাজ এখন শিক্ষার্থীরা করছে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply