ছিটমহল বিনিময়ের তিন বছর

|

ছিটমহল বিনিময়ের তিন বছর পূর্তিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করেছে লালমনিরহাট ও কুড়িগ্রামের বিলুপ্ত ছিটের বাসিন্দারা।

বুধবার রাত ১২টা ১ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধায় ৬৮টি মোমবাতি জ্বালানো হয়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসময় শিশু-কিশোররা গান ও নৃত্য পরিবেশন করে।

এদিকে কুড়িগ্রামের দাশিয়ারছড়াতেও ৬৮টি মোমবাতি জ্বালানো হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভাও। এসময় বিলুপ্ত ছিটের উন্নয়নে সরকারকে নানা পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল অনুযায়ী, ১৯৪৭ সালের ভারত ভাগের পর ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশের মূল ভূ-খন্ডের সঙ্গে যুক্ত হয় ছিটমহলগুলো। আর এর মধ্য দিয়ে ৬৮ বছর পর দুটি দেশের মধ্যেকার সীমান্ত সমস্যার নিষ্পত্তি হয়।

দু’দেশের সরকারের হিসাব অনুযায়ী ভারতের মধ্যে বাংলাদেশের ৫১ টি এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১ টি ছিটমহল বিনিময় হয়।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply