শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আরও কিছু জেলায়

|

নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে

রাজধানীতে বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সৃষ্টি হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের আরও কিছু জেলায়। ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল হয়েছে বিভিন্ন জেলাতেও।

বুধবার সকালে চট্টগ্রামে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল বের করে। এসময় তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে ৯ দফা দাবি তুলে ধরে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানায় তারা। একইসাথে নৌমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। একই দাবিতে গাজীপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply