ক্যালিগ্রাফি প্রদর্শনী শেষ হচ্ছে মঙ্গলবার

|

কাগজের ক্যানভাসে নানা রঙের নানা আকৃতির অক্ষর। কেবল অক্ষর নয়, কখনও শব্দে-বাক্যে সেজেছে বিচিত্র সব ছবি। আরবির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করা হয়েছে ছবিতে। ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে চলা প্রদর্শনীতে দেখা মিলছে এমন ছবির।

৫ দিনের এই ক্যালিগ্রাফি প্রদর্শনী শেষ হচ্ছে মঙ্গলবার (৭ মার্চ)। যা তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে। এতে দেড় শতাধিক শিল্পীর আড়াইশ শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। এমএম ফাউন্ডেশন এ প্রদর্শনী আয়োজন করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply