‘স্বল্পোন্নত দেশগুলো দান চায় না; আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পাওনা চায়’

|

স্বল্পোন্নত দেশগুলো দান চায় না; আন্তর্জাতিক মহলের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের পাওনা চায়। কাতার জাতীয় কনভেনশন সেন্টারে পঞ্চম জাতিসংঘ এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন দাবিই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দোহা প্রোগ্রাম অব অ্যাকশন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আশাবাদ। উত্তরণ পর্যায়ে থাকা স্বল্পোন্নত দেশগুলোর ভালো কাজ ও সাফল্যের জন্য কিছু প্রণোদনা থাকা উচিত। পাশাপাশি, এসব দেশকে দেয়া আন্তর্জাতিক সুবিধা আরও বেশি সময় বহাল রাখা উচিত।

সম্মেলনে যোগ দেয়ার আগে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়। এ সময় কাতারের কাছ থেকে ১ মিলিয়ন টন এলএনজি চান তিনি। জ্বালানী সমস্যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply