×
Logo

আন্তর্জাতিক

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন ইহুদি ধর্মগুরু

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:৪৬ এএম

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন ইহুদি ধর্মগুরু

জেরুজালেমে সেফার্ডিক ইহুদিদের প্রধান রাব্বি ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করেছেন। খবর জেরুজালেম পোস্ট'র।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সম্প্রতি যে ছোট বড় ভূমিকম্প হচ্ছে তার আসল কারণ, সমকামীদের স্বাধীনতা দেয়া। তিনি তার সাপ্তাহিক ভাষণে অনুসারীদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

এর আগেও সমকামীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন আমার। ২০১৬ সালে তিনি সমকামীদেরকে ‘ঘৃণিত দল’ বলে আখ্যায়িত করেছিলেন।

/এনএএস

মন্তব্য করুন

Logo