‌’নির্বাচনকে বির্তকিত করতে ‌‍বিএনপি অরাজকতা করেছে’

|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের শুরু থেকে বিএনপি অপচেষ্টা, উসকানি দিয়েছে। নির্বাচনী এলাকায় বিএনপির নেতারা বিভ্রান্তি ছড়িয়েছে। আজকের নির্বাচন প্রশ্নবিদ্ধ করাই ছিলো দলটির মূল টার্গেট, দলীয় কর্মী দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে। নির্বাচনকে বিতর্কিত করতে মিডিয়াকে ফাঁদে ফেলে তারা অরাজকতা তৈরি করেছে। রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মিডিয়ার সামনে নাটক করেছেন। বরিশালেও তাদের প্রার্থী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র গতকাল থেকেই করছেন।

আজ সোমবার তিন সিটির নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরও বলেন, তিন সিটির নির্বাচনে কোনো হতাহত হয় নি। এতেই বোঝা যায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি নির্বাচনের নামে অভিনয় করেছে। বিদেশীদের কাছে, জনগণের কাছে সরকারকে বিব্রত করতে এ অভিনয় করে তারা।

ওবায়দুল কাদের বলেন, খুলনা গাজীপুরের পর এই তিন সিটির নির্বাচনে ভোটারদের ভোট দানে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। রাজশাহীতে অনিয়মের কোনো অভিযোগই পাওয়া যায় নি।

তিন সিটিতে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে সংবাদ সম্মেলেন জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply