ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তামিম ইকবাল

|

ক্যারিয়ার সেরা সময় পার করছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অর্জন করেছেন দু’হাত ভরে। ৩ ম্যাচে করেছেন ২ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরি। রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান করার। ম্যাচসেরা, সিরিজসেরার পুরস্কার তো পেয়েছেনই এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে উঠে এলেন ১৩-তম স্থানে।

ওয়ানডে সিরিজ শুরু সময় ১৭-তম স্থানে ছিলেন তামিম। রোববার প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৭৩৭ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ১৩-তম স্থানে উঠে এসেছেন তামিম। এর আগে, সর্বোচ্চ ১৫-তম স্থানে উঠেছিলেন তামিম।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসানও। ৩ ম্যাচে ৯৭, ৫৬ ও ৩৭ রান করায় ৩ ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ২৬-তম স্থানে তিনি। এর আগে, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু সাকিবই শীর্ষ দশে ঠাঁই পেয়েছিলেন। অবশ্য, বোলার তালিকায় ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৬-এ। তবে, ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ঠিকই শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

এছাড়া, ৪ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩৮-এ উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা উঠে এসেছেন ১৯-তম স্থানে। আর ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে মোস্তাফিজুর রহমান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply