বাঘাইছড়িতে দু’গ্রুপের গুলিবিনিময়ে নিহত ২

|

রাঙামাটির বাঘাইছড়িতে বিবাদমান দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় দুই জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত একজনের নাম বন কুসুম চাকমা (৩৫) অপরজন ডেবিট চাকমা বলে জানা গেছে। নিহতরা জেএসএস সংস্কার কর্মী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী বেতাগিছড়া নামক দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সেনা, পুলিশ ও স্থানীয় সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলের প্রায় কাছাকাছি গিয়ে সেখান থেকে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন ফোনে জানান, গোলাগুলিতে নিহত বন কুসুম চাকমার লাশ পুলিশ উদ্ধার করলেও অন্ধাকারের কারণে অপরজনের লাশ এখনো উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্রগুলো জানায়, বিকাল ৫টার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং সংস্কারবাদী জেএসএস ও গণতান্ত্রিক ইউপিডিএফ সমর্থনপুষ্ট বিবাদমান দুটি সশস্ত্র গ্রুপের সদস্যরা মুখোমুখি বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ সময়ে উভয়ের মধ্যে অন্তত: ৪-৫শ’ রাউন্ড গুলিবিনিময় ঘটেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply