বড়পুকুরিয়ায় কয়লা লোপাট: সাবেক এমডি হাবিব উদ্দিন বরখাস্ত

|

কয়লা লোপাটের ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সদ্য সাবেক এমডি হাবিব উদ্দিন আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে পেট্রোবাংলা। এরআগে বুধবার পেট্রোবাংলার তদন্ত কমিটির প্রতিবেদনটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত কমিটি খনির চার সাবেক ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) দায়ী করেছে। তারা হলেন- সদ্য সাবেক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, সাবেক এমডি এসএম নরুল আওরঙ্গজেব, আমিনুজ্জামান ও কামরুজ্জামান। এছাড়া আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর সঙ্গে জড়িত থাকার আভাস দেয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে।

অপরদিকে কোম্পানির সাবেক এমডি ও বর্তমানে মধ্যপাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক নুরুল অাওরঙ্গজেব হজের ছুটিতে যাচ্ছেন৷ তার অনুপস্থিতিতে মধ্যপাড়া খনিতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পেট্রোবাংলার জিএম (মাইন অপারেশন) জাবেদ চৌধুরীকে দায়িত্ব দিয়েছে পেট্রোবাংলা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১ লাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা লোপাটের খবর জানাজানি হয়ে যায়। পরে, প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply