‘স্বর্ণ বদলে যায়, কয়লা গায়েব হয়, কিন্তু…’

|

স্বর্ণ বদলে যায়, কয়লা গায়েব হয়, কিন্তু লজ্জাহীনতার কারণে কেউ পদত্যাগ করেন না। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অভিযোগ করেছেন, দেশে এখন গায়েবি শাসন চলছে।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, আওয়ামী লীগের কর্মীদের নির্বাচনে ভোট নিয়ে টেনশন করতে হয় না, পুলিশই তাদের সবকিছু করে দেন। দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে।

ভোট জালিয়াতির মহোৎসবে খুলনা ও গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগের দৃষ্টিতে যদি গুড হয় তাহলে আগামী তিনটি সিটি করপোরেশনের নির্বাচন হবে একতরফা। স্বর্ণের পর কয়লা গায়েবের ঘটনায় সরকার ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রিজভী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply