এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে নেত্রকোণায় কলেজছাত্রীর আত্মহত্যা

|

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার কলমাকান্দায় এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না হওয়ায় কুরশিয়া আক্তার (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুরশিয়া কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি রংছাতি গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুরশিয়া পঞ্চম শ্রেণিতে বৃত্তি পায়। পরে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৮৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়। এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার প্রত্যাশা ছিল তার। বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে জিপিএ ৩.৪২ পয়েন্ট পান কুরশিয়া। এ খবর শুনে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

বুধবার সন্ধ্যায় কুরশিয়ার বড় ভাই ইউনুস আলী বলেন, পরীক্ষার ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় কীটনাশক পানে আত্মহত্যা করেছে কুরশিয়া।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply