এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁচার আকুতি জানাচ্ছেন ধ্বংসস্তুপে আটকে পড়া অনেকে (ভিডিও)

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া অনেকে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। খবর আলজাজিরার।

জানা গেছে, বিধ্বস্ত ভবনে আটকে পরা হতভাগ্যরা ফেসবুক-টুইটারসহ বিভিন্ন মাধ্যমে দিচ্ছেন নিজেদের বেঁচে থাকার বার্তা। কেউ দিচ্ছেন স্ট্যাটাস আবার কেউ পোস্ট করছেন ভিডিও বার্তা। উদ্ধারকর্মী কিংবা স্বজনদের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই প্রচেষ্টা। অবস্থান জানিয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন তারা।

তবে, শত শত টন কংক্রিটের নিচে চাপা পড়ায় অনেকের কাছেই পৌছানো যাচ্ছে না। ভুক্তভোগীদের আর্তনাদের এসব ভিডিও জন্ম দিয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতির।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply