ইউক্রেনকে আরও দেড় শতাধিক লেপার্ড ওয়ান ট্যাংক সরবরাহ করবে তিন ইইউ মিত্র

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে আরও দেড় শতাধিক লেপার্ড ওয়ান ট্যাংক সরবরাহ করবে জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। মঙ্গলবার কিয়েভ সফরে গিয়ে এ ঘোষণা দেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। একইসাথে, অস্ত্র পরিচালনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তার কথাও জানিয়েছে এ তিনটি দেশ। খবর ডয়েচেভেলের।

জানা গেছে, আগামী কয়েক মাসে ইউক্রেনকে অস্ত্রগুলো সরবরাহ করবে ইইউ মিত্ররা। বর্ষপূর্তি ঘিরে রুশ বাহিনীর জোরালো হামলার শঙ্কার পরই কয়েক সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় দফা ট্যাংক সরবরাহের ঘোষণা দিলো তারা।

এদিকে, আবারও ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তার ঘোষণায় ক্ষোভ জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর অভিযোগ, এর মাধ্যমে যুদ্ধে দীর্ঘস্থায়ী করছে ন্যাটো জোট। আগ্রাসনের মাত্রা বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছে ক্রেমলিন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ প্রসঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘস্থায়ী করছে। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ন্যাটোভুক্ত দেশগুলোও যুদ্ধে জড়াচ্ছে। আমরা আগেও সতর্ক করেছি, পশ্চিমাদের এ পদক্ষেপ কেবল রক্তপাত আর সহিংসতা বাড়াবে। কারণ, রাশিয়ার পদক্ষেপ সবার কল্পনার বাইরের কিছু হতে যাচ্ছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply