থানচিতে র‍্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

|

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ জন সদস্য ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ সদস্যকে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার থেকে টানা অভিযানের পর তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে বুধবার বেলা ১১টার দিকে বান্দরবান থেকে ব্রিফ করবেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

এর আগে মঙ্গলবার বান্দরবানের থানচি থেকে ৫ জঙ্গি আটকের খবর জানায় র‍্যাব। জানানো হয়, ভোরে উপজেলার রেমাক্রিতে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে পৌঁছাতে গেলেই শুরু হয় গোলাগুলি। কয়েক ঘণ্টা গুলির পর ৫ জনকে আটক করে আভিযানিক দল। আহত হন র‍্যাবের ৮ সদস্য। পাহাড়ি এলাকাটি ঘিরে রাখে র‍্যাব সদস্যরা।

এদিকে, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে পাহাড়ে টানা চার মাস ধরে যে অভিযান চলছে এ ঘটনা তারই ধারাবাহিকতা বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply