করাচিতে সমাহিত হলেন পারভেজ মোশাররফ

|

করাচিতে সমাহিত হলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। মঙ্গলবার করাচি সেনানিবাসের একটি মসজিদে পারভেজ মোশাররফের জানাজা হয়। জানাজা শেষে করাচির কালাপুল এলাকায় সেনাবাহিনীর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, পারভেজ মোশাররফের জানাজায় যোগ দেন কমপক্ষে ১০ হাজার মানুষ। তাদের বেশিরভাগ ছিলেন অবসরপ্রাপ্ত বা দায়িত্বরত সামরিক কর্মকর্তা, সেনা সদস্যরা। অবশ্য, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা সেনাপ্রধান কেউই উপস্থিত ছিলেন না।

গত রোববার (৫ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরদিন বিশেষ বিমানে পাকিস্তানে মোশাররফের মরদেহ নেয়া হয়।

২০১৬ সালে তিনি স্বেচ্ছানির্বাসনে যান সংযুক্ত আরব আমিরাতে। ১৯৯৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ। প্রায় এক দশক পাকিস্তান শাসন করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply