ধ্বংসস্তুপের নিচ থেকে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন আটকে পড়া ব্যক্তিরা

|

ছবি: সংগৃহীত

তুরস্ক এবং সিরিয়ায় মারাত্মক ভূমিকম্পে ধ্বংস্তুপে পরিণত হয়েছে পুরো এলাকা। আটকা পড়েছে হাজার হাজার মানুষ। চলছে উদ্ধার অভিযান। বাঁচার আকুতি নিয়ে ভুক্তভোগী অনেক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে থেকে মেসেজ পাঠাচ্ছেন। মেসেজে তারা তাদের অবস্থানও জানাচ্ছেন। খবর বিবিসি‘র।

প্রতিবেদনে তারা জানিয়েছে, ইস্তাম্বুলভিত্তিক এক তুর্কি সাংবাদিক আমাদের সহকর্মীদের সাথে কথা বলেছেন। তিনি সেখানকার পরিস্থিতিও ব্যাখ্যা করছেন।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৫ হাজার ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

টেলিভিশনে দেয়া এক ব্রিফিংয়ে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, তুরস্কের মৃতের সংখ্যা ৩ হাজার ৪১৯ এ পৌঁছেছে। কমপক্ষে ২০ হাজার ৫৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ এ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৬৪৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে গাজিয়ান্তেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আরও একটি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply