সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ আগামী সপ্তাহে

|

জাতীয় সংসদ ভবন।

আগের সীমানা ঠিক রেখে আগামী সপ্তাহে জাতীয় সংসদের নির্বাচনী আসনের সীমানার খসড়া প্রকাশ করবে ইসি। আপত্তি ও আবেদনের শুনানি সাপেক্ষে চূড়ান্তভাবে পূনঃনির্ধারন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সীমানা সংক্রান্ত কমিশন সভা শেষে এসব কথা জানিয়েছেন তিনি। বলেন, খসড়া প্রকাশকালে আবেদনের সময়সীমা জানিয়ে দেয়া হবে। এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। ভৌগোলিক সীমানা অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা বিশেষ গুরুত্ব দেয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচনের আগে সীমানা নির্ধারনের বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রতিবার ভোটের আগে সীমানা পূনঃনির্ধারন করে ইসি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply