সাতক্ষীরায় বাঘের চামড়াসহ তিন বাঘ শিকারী আটক

|

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বাঘের চামড়াসহ তিন বাঘ শিকারীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে বাঘের চামড়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বাঘ শিকারী হাফিজুর রহমান( ৪৩), তার দুই চাচাতো ভাই শেখ আসিফ হাসান (২৬) ও শেখ ইসমাইল হোসেন (২৩)।

র‍্যাব-৬ খুলনা দফতর জানিয়েছে, র‍্যাবের গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের থেকে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহণের জন্য ফাঁদ পাতে র‍্যাব। চামড়া বিক্রির সময় তিন বাঘ শিকারীকে আটক করা হয়।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) র‍্যাব-৬ এর দফতরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply