তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

|

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।

শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকালে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। ধ্বংসপ্রাপ্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে, প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে সিরিয়া ও তুরস্কে। এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.৫। তবে দ্বিতীয় এ ভূমিকম্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply