সাতটি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর চেকপোষ্ট থেকে ৭টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় জয়নগর চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম আজহার উদ্দীন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর গ্রামের আব্দুর রহিম খাঁনের ছেলে।

কাষ্টমস সূত্র জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে অবস্থান নেয়। সন্ধ্যায় ভারতীয় নাগরিক আজহার উদ্দীন ইমিগ্রেশন কার্যক্রম শেষে কাস্টমস কক্ষে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়। পরে শুল্ক কর্মকর্তারা রাত ৮টার দিকে আজহার উদ্দীনের দেহ তল্লাশির সময় তার জুতার ভিতর থেকে ৭ টি সোনার বার উদ্ধার করে। যার ওজন ৭’শ গ্রাম।

কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, মঙ্গলবার সকালে আজহার উদ্দীন দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। যার পাসপোর্ট নম্বর (এফ-১৬৯০৬০৫)। এরপর সে বুধবার একই সীমান্ত পথ দিয়ে ভারতে প্রবেশের আগেই আমরা তাকে আটক করি। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply