বিপিএল খেলতে পারবেন মাশরাফী?

|

ইনজুরির কারণে বিপিএলে চলতি আসরের বাকি ম্যাচগুলোতে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে দলের ব্যাটিং কোচ তুষার ইমরান বলেছেন, ফিজিও ছাড় দিলেই ফিরবেন মাশরাফী।

গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন মাশরাফী। এরপর সিলেটের হয়ে পরবর্তী ম্যাচে গত রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেননি মাশরাফী। পরের ম্যাচে খুলনার বিপক্ষে নড়াইল এক্সপ্রেসকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে সিলেট স্ট্রাইকার্স।

৩১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে টিম ম্যানেজার নাফিস ইকবাল খান বলেছিলেন, মাশরাফীর চোট গুরুতর নয়, আপাতত শঙ্কার কারণ নেই। টুর্নামেন্টের বাকি অংশেও মাশরাফীকে পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

এদিকে, চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে পড়ার শঙ্কা রয়েছে মাশরাফীর। কারণ এই চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে দেড় থেকে দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। তবে কোচ তুষার ইমরানের দেয়া ইতিবাচক বার্তা কিছুটা হলেও স্বস্তি দিতে পারে ভক্তদের।

ইনজুরির সাথে মাশরাফীর বন্ধুত্বটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসেই অনির্বচনীয় এক অধ্যায়। তিনি যতবার ইনজুরিতে পড়েছেন ততবার লড়াকু সৈনিকের মতো সেই চোট কাটিয়ে বীরের বেশে ফিরেছেন বাইশ গজের মাঠে। আলো ছড়িয়েছেন তার ক্যারিশমেটিক অধিনায়কত্ব দিয়ে। চলতি বিপিএলে খুলনার বিপক্ষে দারুণ এক জয়ের ম্যাচে সেই ইনজুরির দেখা আরও একবার পেলেন সিলেটের অধিনায়ক। ভক্তদের আশা এবারও চোট কাটিয়ে সামনের ম্যাচগুলোতে সিলেটের নেতৃত্ব দেবেন মাশরাফী।

আগামী ৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নামবে সিলেট স্ট্রাইকার্স। তারপর থেকে শুরু হবে প্লে অফের লড়াই।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply