তুরস্ক ও সিরিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়ালো ইউক্রেন

|

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। খবর হিন্দুস্তান টাইমস’র।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় সহায়তার এ আগ্রহ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি জানান, বন্ধুপ্রতীম দেশ তুরস্ককে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ।

টুইটবার্তায় তিনি আরও লেখেন, প্রাকৃতিক দুর্যোগে কয়েক হাজার মানুষের হতাহতের খবরে তিনি স্তম্ভিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জেলেনস্কি। তাছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া বরাবরই রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত। তুরস্কও কিছুটা মস্কোঘেষা। দেশগুলোর গণমাধ্যমের দাবি, দুর্বল পরিস্থিতিতে তড়িঘড়ি সহায়তার আশ্বাস দিয়ে মন গলানোর চেষ্টা করছেন জেলেনস্কি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply