চীনে নজরকাড়া সাংস্কৃতিক পরিবেশনায় বসন্ত উৎসব উদযাপন

|

ছবি : সংগৃহীত

চীনে নজরকাড়া সাংস্কৃতিক পরিবেশনায় উদযাপিত হলো বসন্ত উৎসব। রাষ্ট্রীয় গণমাধ্যম সিএমজির তত্ত্বাবধানে সম্প্রচারিত হয় বার্ষিক গালা। খবর সিসিটিভির।

খবরে বলা হয়েছে, দেশটিতে বসন্ত উৎসবের এবারের প্রতিপাদ্য ছিল ‘অ্যা নাইট উইথ ব্লুমিং ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যা ফুল মুন’। এতে ফুটে উঠে চীনের বিভিন্ন প্রান্তের লোককথা, ভাষা ও ঐতিহ্য। এ সময় নাচ, গান আর সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

প্রসঙ্গত, ২০০০ বছর ধরে উদযাপিত হচ্ছে চীনের বসন্ত উৎসব। যা পারিবারিক মিলনমেলা ও সৌহার্দ্য প্রকাশের অন্যতম মঞ্চ। দুই সপ্তাহব্যাপী চলে নতুন চান্দ্রবর্ষ বরণের এ আয়োজন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply