আল্পস পর্বতমালায় বরফধসে প্রাণ হারালেন ১০ পর্বতারোহী

|

ছবি : সংগৃহীত

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় বরফধসে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর ইউরো নিউজের।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ড, চীন ও জার্মানির নাগরিকরা। তাদের বয়স ১৭ থেকে ৬২ বছর পর্যন্ত। পরিচয় শনাক্তের পর দেশ ও পরিবারের কাছে ফেরত পাঠানো হবে মরদেহগুলো।

এদিকে আরও বরফধসের সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়ে লেভেল ফোর অ্যালার্ট জারি করেছে অস্ট্রিয়া। দেশটিতে তীব্র তুষারপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সতর্কতার পরেও স্কি রিসোর্টগুলো পর্যটকে পরিপূর্ণ।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের স্কুল বন্ধ থাকার মৌসুম চলার কারণে পর্যটকের সংখ্যা বেড়েছে। এ সিজনে পরিবারসহ অনেকেই ঘুরতে আসেন এসব পর্যটন কেন্দ্রে। ইউরোপের দুটি দেশেই বরফধস নিত্যকার ঘটনা। শুধু শনিবারই অস্ট্রিয়ার টাইরোল প্রদেশে ৩০টির মতো বরফধসের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply