ডেটিং সাইটে ১ কোটি রুপি খুইয়ে পুলিশের দ্বারস্থ ৭৮ বছরের বৃদ্ধ

|

প্রতীকী ছবি

ডেটিং সাইটের মাধ্যমে এক কোটি রুপি খুইয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৭৮ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। খবর টাইমস অফ ইন্ডিয়া‘র।

প্রতিবেদনে বলা হয়, ডেটিং সাইটের প্রতিশ্রুতিমাফিক সঙ্গিনীর দেখা না পাওয়া এবং টাকাও ফেরত না পাওয়ায় ওই বৃদ্ধ পুলিশের কাছে অভিযোগ জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর বয়স ৭৮ বছর। একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা ছিলেন তিনি। স্ত্রী না থাকায় ওই বৃদ্ধ একটি ‘ডেটিং সাইট’-এ ‘সঙ্গী’র খোঁজ করছিলেন। ২০২২ সালের মে মাসে রজত সিংহ ও নেহা শর্মা নামে দু’জন তাকে ফোন করে। তারা সংশ্লিষ্ট ডেটিং সাইটের কর্মী বলে পরিচয় দেয়।

পরে বৃদ্ধকে তারা জানায়, হোয়াটসঅ্যাপেই নতুন সঙ্গিনীর সাথে পরিচয় হয়ে যাবে তার। কিন্তু তার জন্য লাগবে রেজিস্ট্রেশন চার্জ। সেই অনুযায়ী ৭৮ বছর বয়সী বৃদ্ধ নির্দিষ্ট অর্থ পাঠিয়েও দেন। বলা হয়েছিল, এটা ফেরতযোগ্য।

সেই কথা অনুযায়ী বৃদ্ধ মোট এক কোটি রুপির বেশি পাঠিয়েছিলেন। কিন্তু কিছুই না পেয়ে রজত ও নেহার সাথে যোগাযোগের চেষ্টা করেন বৃদ্ধ। কিন্তু তাদেরও কোনো খোঁজ পাননি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply