চ্যাটজিপিটি’র সাথে পাল্লা দিতে নতুন চ্যাটবট আনছে গুগল

|

গত বছরের নভেম্বর মাসে ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত এআই চ্যাটজিপিটি নিয়ে আসে। বেশ জনপ্রিয়তাও পায় এটি। এবার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গুগলও এআইভিত্তিক চ্যাটবট আনতে যাচ্ছে। খবর সিনেটের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) গুগল আনুষ্ঠানিকভাবে এই চ্যাটবট উন্মুক্ত করবে ধারণা করা হচ্ছে। এর আগে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে চ্যাটবট আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

জানা গেছে, গুগল ইতোমধ্যে তাদের চ্যাটবট অ্যাপ্রেনটাইস বার্ডের পরীক্ষা শুরু করেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সিস্টেমটি গুগলের সার্চ ইঞ্জিন থেকে আরও বেশি কার্যকর হবে।

গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানটির মুখপাত্র লিলি লিন এক বিবৃতিতে জানান, গুগল অনেকদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সিস্টেম তৈরিতে মনোনিবেশ করেছে। এতে মানুষের সাধারণ মানুষের জীবন আরও উন্নত হবে বলেও উল্লেখ করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply