রাবারকে কৃষিপণ্য ঘোষণার দাবি

|

রাবারকে কৃষিপণ্য ঘোষণার দাবি জানিয়েছে রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির নেতারা।

পার্বত্য অঞ্চলের খালি জায়গাগুলোকে রাবার চাষের জন্য বন্দোবস্ত দেয়ারও দাবি জানান রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের নেতারা। তারা বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন কোম্পানির লিজপ্রাপ্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছে একটি চক্র। সমস্ত রাবার চাষীদের বরাদ্দকৃত জমি মেপে বুঝিয়ে দেয়ার আহ্বান জানায় তারা।

সংগঠনটির উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক রাবার বাগন দখলের চেষ্টা বন্ধ না হলে হুমকির মুখে পড়বে শান্তিচুক্তি। রাবার ব্যবসায়ীদের জন্য ঋণ ও কর প্রত্যাহারের আহ্বানও জানায় রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply