অভিবাসন খরচ কমাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া

|

প্রতীকী ছবি।

মালয়েশিয়ায় অভিবাসন খরচ কমিয়ে আনার ব্যাপারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। কর্মী নিয়োগের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ানো হবে। প্রয়োজনে জনবল নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হতে পারে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে অবস্থানরত অবৈধ কর্মীদের বৈধভাবে কাজ করার সুযোগ দেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, কম খরচে কর্মী পাঠানোর কথা হয়েছে। আশা করছি, অভিবাসন খরচ কমে আসবে। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে কোনো ‘হিডেন কস্ট’ নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply