উত্তপ্ত পরিস্থিতিতে ফের বন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন

|

রণক্ষেত্রে উত্তেজনার মধ্যে আবারও বন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) মুক্তি দেয়া হয় ৬৩ রুশ ও ১১৬ জন ইউক্রেনীয় সেনাকে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

সংযুক্ত আরব-আমিরাতের মধ্যস্থতায় এবারের বন্দি বিনিময় বাস্তবায়িত হয়েছে। মুক্তিপ্রাপ্ত রুশ সেনাদের দেশে ফিরিয়ে নেয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পর পরিবারের সাথে যোগাযোগ করেন তারা। ইউক্রেনের মুক্তিপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগ সেনাবাহিনীর সদস্য। এছাড়া গোয়েন্দা, নৌবাহিনী ও ন্যাশনাল গার্ড সদস্যরাও আছেন মুক্তিপ্রাপ্তদের মধ্যে। মারিওপোল ও খেরসনে লড়াইয়ের সময় আটক হন তারা।

জানা গেছে, মুক্তিপ্রাপ্তদের অন্তত ২৩ জন আহত বা অসুস্থ। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কয়েক দফা বন্দি বিনিময় করে দু’দেশ। গত মাসেও দুই দেশের ৫০ জন করে সেনাকে মুক্তি দেয়া হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply