বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত, আহত ১০

|

গাড়িটি পুরো পথ ঢাকাগামী অপর একটি গাড়ির সাথে প্রতিযোগিতা করছিল বলে যাত্রীরা অভিযোগ করেন।

বগুড়া ব্যুরো:

বগুড়ায় সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়ির যাত্রীরা অভিযোগ করেন, ঢাকার উদ্দেশে গাইবান্ধা থেকে ছেড়ে আসা এ গাড়িটি পুরো পথই ঢাকাগামী অন্য আরেকটি গাড়ির সাথে প্রতিযোগিতা করে আসছিল। সুপারভাইজার ও যাত্রীদের পক্ষ থেকে চালককে সাবধান করা হলেও তিনি প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

এভাবে বেপরোয়া গতিতে চলতে চলতে কালিবালা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়ক সংলগ্ন খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান এক যাত্রী। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

পরে দুর্ঘটনায় আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার কারণে বাইপাসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply