নিষেধাজ্ঞা অমান্য করেই পাকিস্তানে গোপনে দেখানো হলো ‘পাঠান’!

|

বিগত ৪ বছর ধরে পাকিস্তানে ভারতীয় সব ধরেনের সিনেমা প্রদর্শন নিষিদ্ধ। কিন্তু শোনা যাচ্ছে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেখানো হয়েছে শাহরুখ, জন আব্রাহাম অভিনীত ছবি পাঠান। খবর ইন্ডিয়া টাইমস, আনন্দবাজারের।

বলিউড ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, পাঠানের জন্য পাকিস্তানের দর্শক এতোটাই ব্যাকুল হয়ে ছিলেন যে শেষ পর্যন্ত গোপনে দেখানো হয়েছে শাহরুখের এই মাস্টারপিস। শুধু তাই নয়, একেকটি টিকিট বিক্রি হয়েছে ৯০০ পাকিস্তানি রুপিতে!

এমনও খবর পাওয়া গেছে, পাকিস্তানের ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’ নামক এক সংস্থা আয়োজন করে ‘পাঠান’ ছবির প্রদর্শনের। তারা ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে টিকিট বিক্রি করে দেখিয়েছে এই ছবি।

এদিকে পাকিস্তানি সেন্সর বোর্ডের কানে এই খবর যেতেই নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। অবিলম্বে ‘পাঠান’-এর সব প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে বিবৃতি জারি করা হয়েছে। কর্তৃপক্ষের হুঁশিয়ারি, বেআইনিভাবে ‘পাঠান’ প্রদর্শন করলে হতে পারে ১ লক্ষ রুপি জরিমানা ও ৩ বছরের কারাদণ্ড।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply