সরকার পতনের আগ পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

সরকার পতনের আগ পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন মানুষের অধিকার রক্ষার আন্দোলন। বিএনপি কিংবা কোনো দলকে ক্ষমতায় আনার আন্দোলন নয়। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। উপনির্বাচনেও তার প্রমাণ হয়েছে।

১০ দফা দাবি আদায়ে আগামী ১১ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন তিনি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একইদিন বিএনপি সমমনা দলগুলোও এ কর্মসূচি পালন করবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায়। যে কারণে ভোট কারচুপি করতে হয়েছে। চাপার জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। ঋনের টাকা লুটপাট করা হচ্ছে। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ সরকারের পরিবর্তন চায়।

বাংলাদেশে লুটেরাদের দেশে পরিণত হয়েছে উল্লেখ মির্জা ফখরুল বলেন, লুটপাটে নেতৃত্ব দিচ্ছে ক্ষমতাসীনরা। এখনও সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন।

/এনএএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply