উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’

|

ছবি: সংগৃহীত

ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার জন্য করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’ খ্যাত মোহাম্মদ হাফিজ। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচি বিশ্ববিদ্যালয়ের হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সে (এইচপিইএসএস) ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। পাকিস্তানের টেলিভিশন জিওসুপার টিভির খবর।

পাকিস্তান ক্রিকেটে মোহাম্মদ হাফিজকে ডাকা হয় ‘প্রফেসর’ নামে। সতীর্থসহ অনেকের কাছে তিনি প্রফেসর হলেও প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় পর্বই শেষ হয়নি তার। ৪২ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, পেশাদার ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। এবার সেই অসমাপ্ত কাজটা শেষ করার পথে হাঁটছেন হাফিজ।

আনুষ্ঠানিক বিবৃতিতে করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খালিদ মাহমুদ ইরাকি বলেন, দেশের সর্ববৃহৎ সরকারি বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে মোহাম্মদ হাফিজ তার আনন্দের কথা প্রকাশ করেছেন। সেই সাথে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে এইচপিইএসএস তাকে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন হাফিজ।

/এম ই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply