মিয়ানমারের ৩৭টি শহরে মার্শাল ল জারি

|

ছবি: সংগৃহীত

জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দেয়ার পরেরদিনই মিয়ানমারের ৩৭টি শহরে মার্শাল ল জারি করেছে দেশটির জান্তা সরকার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে দেশটির ৩৩০টি শহরের মধ্যে অন্তত ৬০টি শহরের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করাই এ সিদ্ধান্তের লক্ষ্য বলে জানানো হয়। মার্শাল ল জারি করা শহরের মধ্যে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত, কারেন, চিন, সাগাইন এবং মগওয়ে অঞ্চলও রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে শাসনক্ষমতা দখল করে জান্তা বাহিনী। এরপর থেকেই দফায় দফায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply