খুলনায় স্কুলছাত্র নিরব হত্যা মামলায় ৫ শিক্ষার্থীর আদালতে স্বীকারোক্তি

|

খুলনা ব্যুরো:

খুলনার ডুমুরিয়ার এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নিরব মন্ডল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ওই স্কুলেরই ৫ শিক্ষার্থী। খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রনক জাহান তাদের জবানবন্দি রেকর্ড করেন।

ডুমুরিয়া থানার ওসি, শেখ কনি মিয়া জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতার হওয়া ৫ শিক্ষার্থীকে আদালতে নেয়ার পর পর্যায়ক্রমে ৫ জন স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দেয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ জনই হত্যাকাণ্ডে নিজেদের দায় স্বীকার করে। পরবর্তীতে আদালতে স্বীকারোক্তি দেয়ার কথা জানালে, তারা রাজি হয় এবং আদালতে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতার ৫ আসামি হলো, গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র সোহেল মোল্লা, হীরক রায়, পিতু মণ্ডল, দশম শ্রেণির ছাত্র পিয়াল রায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র দ্বীপ মণ্ডল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply