নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুরু বাংলাদেশের সাফ যাত্রা

|

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচের ৩ মিনিটে মাঝমাঠ থেকে রিপার বাড়ানো বল একক প্রচেষ্টায় নিয়ে গোল করে আকলিমা। এগিয়ে যায় বাংলাদেশ। আকলিমার আলতো টোকা থেকে অধিনায়ক শামসুন্নাহারের গোলে ১৩ মিনিটে লিড দ্বিগুণ হয় বাংলাদেশের। ১৫ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে নেপাল। তবে গোলের দেখা পায়নি তারা।

ছবি: সংগৃহীত

২৪ মিনিটে কর্নার থেকে ব্যবধান কমায় নেপাল। মানমায়া দামাইয়ের শট সাইডবারে লেগে জালে জড়ায়। এরপরই পাল্টাতে থাকে ম্যাচের দৃশ্যপট। বাংলাদেশকে চেপে ধরতে থাকে নেপাল। দ্বিতীয়ার্ধে দু’দলই সুযোগ তৈরি করে, তবে গোলের দেখা পায় বাংলাদেশ। শেষ সময়ে শাহেদা আক্তার রিপার দূরপাল্লার শটে ৩-১ গোলের জয় পায় স্বাগতিকরা। ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply