ব্ল্যাক আউটের শিকার দক্ষিণ আফ্রিকার জরুরি স্বাস্থ্যকেন্দ্রগুলো

|

ছবি : সংগৃহীত

ব্ল্যাক আউটের শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকার জরুরি স্বাস্থ্যকেন্দ্রগুলো। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএন’র।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চাপ তৈরি হয়েছে জরুরি সেবা কেন্দ্রগুলোতে। জোহানেসবার্গসহ শহরের বেশ কয়েকটি হাসপাতালে কাজ করছে না বৈদ্যুতিক জেনারেটর। জরুরি বিভাগে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দুর্ভোগ পোহাতে হচ্ছে বয়স্ক রোগীদের। মূলত, প্রতিদিন ১০ ঘণ্টার লোডশেডিংয়ের ফলে এমন বিপাকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলো।

এদিকে তীব্র লোডশেডিংয়ের কারণে স্থবির হয়ে পড়েছে কর্মক্ষেত্র ও বাড়ির কাজ। বিদ্যুৎ না থাকায় অচল রয়েছে ট্রাফিক লাইটগুলো। রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দিন দিন বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হচ্ছে দেশটিতে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply