ডিমেরিট পয়েন্টে জটিল সমীকরণে দক্ষিণ আফ্রিকা

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েও বিপদে পড়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, স্লো ওভার রেটের কারণে ডিমেরিট পয়েন্ট পেয়েছে তারা। এছাড়াও, মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে দলটির ক্রিকেটারদের।

এক পয়েন্ট হারিয়ে ৭৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের ১৩ দলের মধ্যে ৯ নম্বরে আছে প্রোটিয়ারা। সেরা আট দল সরাসরি খেলবে এ বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে। ৮ নম্বরে থাকা উইন্ডিজের পয়েন্ট ৮৮। তবে ওয়ানডে সুপার লিগে নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে ক্যারিবীয়রা।

কিম্বার্লিতে বুধবারের ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করে সাউথ আফ্রিকা। এর পর দিনই স্বাগতিক দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে আরও দু’টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেখানে দুই ম্যাচে জয় পেলে সেরা আটে ঢুকবে তারা। আর একটিতে হেরে গেলে উইন্ডিজের সমান পয়েন্ট হবে তাদের। সেরা আটে যাওয়ার দৌড়ে আছে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডও। নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারালে সেরা আটে যাবে লঙ্কানরা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply