সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসরায়েল

|

প্রতীকি ছবি

গোলান মালভূমি এলাকায় দুটি সিরীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ।

ইসরায়েলের দাবি, আকাশসীমা অতিক্রম করে দুটি সুখোউ যুদ্ধবিমান দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করায় মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়। আকাশসীমা অতিক্রম করার বিষয়টি ১৯৭৪ সালে স্বাক্ষর হওয়া ইসরায়েল-ফিলিস্তিন চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কী কারণে যুদ্ধবিমান দুইটি ইসরায়েলের আকাশে প্রবেশ করলো তা নিশ্চিত করেনি তেলআবিব।

সিরিয়া বলছে, যুদ্ধবিমান দুইটি নিজেদের সীমানাতেই ছিলো। আইএস এর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছিলো তারা। বিমান দুটি গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়। অবশ্য পাইলটরা বেঁচে আছে কিনা তা জানা যায়নি এখনও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply