পাকিস্তানে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ১৭

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কোহাটে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। খবর দ্য ডনের।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পাকিস্তানের কোহাট টানেল টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, লাকি মারওয়াত থেকে যাত্রীবাহী ওই বাসটি পেশোয়ারে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।  

কেডিএ টিচিং হসপিটালের ইমার্জেন্সি অফিসার রশিদ বুখারি দ্য ডনকে বলেন, দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে গুরুতর অবস্থায় ১৭ জনকে আনা হয়। তাদেরকে শনাক্ত করা যাচ্ছিলো না।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এক বিবৃতিতে বিলওয়াল বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply