৮ দিনে ১০ হাজার কোটি ডলার হারালো ভারতের আদানি গ্রুপ

|

ছবি: সংগৃহীত

মাত্র ৮ দিনে ১০ হাজার কোটি ডলার হারালো ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। বৃহস্পতিবারও তাদের শেয়ারের মূল্য পাঁচ থেকে দশ শতাংশ হারে কমেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গতকাল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ নিয়ে পার্লামেন্টের উভয়কক্ষে আলোচনার প্রস্তাব দিয়েছিল বিরোধী ৯টি রাজনৈতিক দল। কিন্তু স্পিকার সেগুলো খারিজ করে দেন।

অধিবেশনে রাখা ভাষণে বিরোধী এমপিরা বলেন, হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টে যেসব অভিযোগের উল্লেখ রয়েছে; অবিলম্বে সেগুলো যাচাইয়ে যৌথ সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হোক। শুধু তাই নয়, বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের সাথে ধনকুবের গৌতম আদানির সম্পর্কও খতিয়ে দেখা হোক। যেটা পর্যবেক্ষণ করুক সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল- এমনটাও দাবি তোলেন বিরোধীরা।

গেল মাসে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের এক প্রতিবেদনে উঠে আসে আদানি গ্রুপের জালিয়াতির নানা তথ্য। এরপরই রেকর্ড দরপতনের মুখোমুখি হয় আদানি গ্রুপের শেয়ার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply