পেশোয়ারে হামলা: পুলিশের ছদ্মবেশে মসজিদে প্রবেশ করে আত্মঘাতী

|

পাকিস্তানের পেশোয়ারে পুলিশের ছদ্মবেশে মসজিদে প্রবেশ করেছিলেন আত্মঘাতী হামলাকারী। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন খাইবার পাখতুনখোয়ার আইজিপি মোয়াজ্জেম জাহ্ আনসারি। খবর বার্তা সংস্থা এপির।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার দিন সন্দেহভাজন ওই ব্যক্তি স্কুটারে পুলিশ লাইনসের এক চেকপয়েন্টে হাজির হন। সেখানে কনস্টেবলের সাথে তার কথাবার্তা হয়। পুলিশের পোশাকে থাকায় প্রবেশে বাধা দেয়া হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই এ হামলা হয়েছে- এমন অভিযোগে বিদ্ধ পেশোয়ার পুলিশ। যার জবাবে আনসারি বলেন, প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ পুলিশ লাইনসে ঢোকেন বা বের হন। তাদের মধ্যে পুলিশ সদস্য, কর্মকর্তাদের পরিবার এবং কম্পাউন্ডে বসবাসকারী অন্যান্য বাসিন্দারা অন্তর্ভুক্ত। তদন্ত রিপোর্ট অনুযায়ী ১২ কেজি বিস্ফোরক বহন করছিলেন হামলাকারী।

উল্লেখ্য, গেল সোমবার রেড জোনের একটি মসজিদে ঘটানো হয় জোরালো বোমা বিস্ফোরণ। এই ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply