পুলিশি নিপীড়ন বন্ধে যেকোনো মূল্যে আইন করা হবে: কমলা হ্যারিস

|

পুলিশি নিপীড়ন এবং বর্ণবাদী আচরণ বন্ধে যেকোনো মূল্যে আইন করা হবে যুক্তরাষ্ট্রে। এমন প্রত্যয় জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর ইউএসএ টুডের।

পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলসের শেষকৃত্যে অংশ নিয়ে দেশটির প্রশাসন পর্যায়ের বর্ণবাদী আচরণ বন্ধে এই ঘোষণা দেন কমলা হ্যারিস। এ সময় মার্কিন পুলিশের অসদাচরণের প্রতি ক্ষোভ জানিয়ে কমলা হ্যারিস বলেন, কংগ্রেসের উচিত, দ্রুত এ সংক্রান্ত বিল পাস করা।

বুধবার (১ ফেব্রুয়ারি) সম্পন্ন হয় টায়ার নিকোলসের শেষকৃত্য। শোক জানাতে উপস্থিত হন মানবাধিকার কর্মী আর্ল শার্পটন, পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যসহ হাজারো মানুষ। এ সময় পুলিশি ব্যবস্থায় পরিবর্তনে সরকারের প্রতি আহ্বান জানান নিকোলসের মা।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি পুলিশি নির্যাতনে গুরুতর আহত হন ২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলস। তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিকোলসের ওপর বর্বরতার ভিডিও প্রকাশের পর বিক্ষোভে উত্তাল হয় পুরো দেশ। ন্যায়বিচার ও কৃষ্ণাঙ্গদের সুরক্ষার দাবিতে বিক্ষোভে নামে হাজার হাজার আন্দোলনকারী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply