‘চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখেন তিনি’ মমতাকে বিশ্বভারতী উপাচার্যের কটাক্ষ

|

ছবি : সংগৃহীত

অমর্ত্য সেন ইস্যুতে এবার কটাক্ষের শিকার হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার।

বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানানো হয়, প্রধানমন্ত্রীর দেখানো পথেই চলবে বিশ্বভারতী, প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ। এদিকে বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

দলটির মুখপাত্র বলেন, এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিবৃতি নয়, মনে হচ্ছে রাজনৈতিক দলের বিবৃতি। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে ১৩ শতক জমি দখল করে রাখার অভিযোগ তোলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। জমি ফেরত চেয়ে দফায় দফায় চিঠি পাঠানো হয় অমর্ত্য সেনকে। এমনকি তার নোবেল পদক নিয়ে প্রশ্ন তোলেন উপাচার্য বিদ্যুৎ। এরই জেরে গত সোমবার অমর্ত্য সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিয়ে হাতে তুলে দেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের নথি।

এএআর/





সম্পর্কিত আরও পড়ুন







Leave a reply