যুদ্ধের মধ্যেই দুর্নীতি দমন অভিযান চলছে ইউক্রেনে

|

ইউক্রেনে যুদ্ধের মধ্যেই দুর্নীতি দমন অভিযান চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বেশ কয়েকজন ধনকুবেরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর মধ্যে আছেন দেশটির শীর্ষ ধনী ইহোর কলোমোস্কি। দেশের সবচেয়ে বড় তেল কোম্পানি ও সবচেয়ে বড় শোধনাগারের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন তিনি। দুই প্রতিষ্ঠান থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ জালিয়াতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এক সময় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির দলকে বড় অংকের চাঁদাও দিতেন তিনি। সাবেক এক জ্বালানিমন্ত্রী, উপ প্রতিরক্ষামন্ত্রীসহ হাই প্রোফাইল ব্যক্তিরা আছেন সন্দেহের তালিকায়।

মূলত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের আগে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ দেখাতে চান প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজেদের দুর্নীতিমুক্ত দাবি করে ইইউতে যোগদানের পথ প্রশস্ত করতে চান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply